সাপাহার উপজেলার যে সকল স্থান পর্যটকদের মন আকৃষ্ট করে থাকে তাদের মধ্যে জবই বিল প্রথম শ্রেণীর । নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই ও শিরন্টি ইউনিয়নের মধ্য অবস্থিত। এ বিলটির কিছু অংশ আইহাই ইউনিয়নের আর কিছু অংশ শিরন্টি ইউনিয়নের মধ্যে রয়েছে। এ বিলের রয়েছে ৩টি অংশ যথাঃ দামড়,মাহিল ও কালিন্দি। জবই নামক গ্রামকে কেন্দ্র করেই এ বিলের নাম রাখা হয়েছে জবই বিল । এ বিলে বিভিন্ন রকমের মাছ চাষ করা হয় । এ বিলটির উপর সেতু নির্মান হওয়ায় পাতাড়ী ও আইহাই ইউনিয়নের জনসাধারণ সহজেই উপজেলা সদরের সাথে যোগাযোগ করতে পারে। এ বিলকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বেশ কিছু জেলে পরিবার । এঅঞ্চলের মাছের চাহিদা অনেকটাই এ বিলের উপর নির্ভরশীল । এবিলটি অত্র অঞ্চলের সাধারণ মানুষের যেমন অভাব অনাটন মেটাতে সক্ষম হয়েছে তেমনী ভ্রমন প্রিয় মানুষের ভ্রমনের তৃষ্ণ মেটাতে সক্ষম হয়েছে। সাপাহার উপজেলা সদর হতে এ বিলটির দূরত্ব মাত্র ১০ কিঃ মিঃ।
জবই ব্রিজ: (মুল ব্রিজ) দৈর্ঘ ২০০ মিটার প্রস্ত ৫.৫ মিটার কন্ট্রাক্ট মুল্য ১,৫৮,০০০০০/- টাকা কনক্ট্রাকশন বছর ১৯৯৯-২০০০ প্রজেক্টের নাম: RRIMP-2 কাজের নাম: কনক্ট্রাকশন অফ ২০০ মিটার আর সিসি গাইডার ব্রিজ। বাস্তবায়ন: এলজিইডি অবস্থান: ব্রিজের পশ্বিম প্রান্ত আইহাই ইউনিয়নে ও পূব প্রান্ত শিরন্টি ইউনিয়নের মধ্যে। ব্রিজ টি জবই বিলকে প্রায় সমভাগে বিভক্ত করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস