Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আইহাই ইউনিয়ন

এক নজরেঃ

১। আয়তনঃ ২৫.৯৯ বর্গকিলোমিটার।

২। লোকসংখ্যাঃ ২১৬৭০। (পুরুষ-১০,২২৩ জন, মহিলা-১১,৪৪৭ জন)

(উৎসঃ হাইসাওয়া জরিপ, ডিসেম্বর-২০১০)

৩। ঘনত্বঃ ৫৮৯ জন প্রতি বর্গ কিলোমিটারে।

৪। ইউনিয়নের সীমানাঃ উত্তরে ভারত,পশ্চিমে পাতাড়ী ইউনিয়ন,পূর্বে শিরন্টি ইউনিয়ন ও দক্ষিণে গোয়ালা ইউনিয়ন।

৫। স্থাপনকালঃ ১৯৫৮।

৬। গ্রামের সংখ্যাঃ ১৯টি।

৭। মৌজা সংখ্যাঃ ২১ টি।

৮। রাস্তা ও সড়কের পরিমানঃ ৩০ কিঃ মিঃ।

(ক) পাকা রাস্তা- ৫ কিঃ মিঃ

(খ) কাঁচা রাস্তা- ২৫ কিঃ মিঃ।

৯। শাখা ডাকঘরের সংখ্যাঃ ২টি।

১০। মোট জমির পরিমানঃ ১১,৭৯৬একর।

(ক) এক ফসলী- ৪৪৫২ একর।

(খ) দুই ফসলী- ২৩৩৮ একর।

(গ) তিন ফসলী-৬০৭ একর।

(ঘ) পতিত জমির পরিমান- ৪০০ একর।

১১। খোয়াড়ের সংখ্যা-৬টি।

১২। খেয়া ঘাটের সংখ্যা-১টি।

১৩। হোল্ডিং সংখ্যা- ৪৯২৪

১৪। সক্ষম দম্পত্তির সংখ্যা-৩২৭৮ জন।

১৫। বানিজ্যিক ব্যাংক সংখ্যা- ১টি।

১৬। ভুমি অফিস- ১টি।

১৭। স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ-১টি।

১৮। কমিউনিটি ক্লিনিকের সংখ্যা- ২টি।

১৯। খাস পুকুরের সংখ্যা-২৮৪টি।

২০। মন্দির- ৪টি।

২১। জামে মসজিদ- ৪৩টি।

২২। পশু পালন উপ কেন্দ্র- ১টি।