ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে আপনাকে স্বাগত। নিম্নে আইহাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবস্থিত ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এর তালিকা নিম্নে দেওয়া হল । এই সেবা কেন্দ্রগুলো আইহাই ইউনিয়নের জনসাধারণের চিকিৎসা সেবা প্রদানের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গ্রামিন পর্যায়ে স্বাস্থ্য সেবা মানুষের গোড়দড়ায় পৗঁছে দেওয়ার জন্য এটি একটি যুগান্তকারী উদ্দেক ।
ক্রমিক নং | কমিউনিটি ক্লিনিকএরনাম | কর্মকর্তা/কর্মচারীরনাম |
০১। | কল্যানপুর কমিউনিটি ক্লিনিক | মোসাঃ শিউলি আক্তার |
০২। | গৌরীপুর কমিউনিটি ক্লিনিক | মোঃ রায়হান কবির |
উক্ত কমিউনিটি ক্লিনিক গুলোতে যেসকল সেবা দেওয়া হয়ে থাকেঃ
১। প্রাথমিক সীমিত নিরাময় রোগের সেবা।
২। মাতৃ স্বাস্থ্য সেবা।
৩। শিশু স্বাস্থ্য সেবা।
৪। পরিবার পরিকল্পনা সেবা।
৫। স্বাস্থ্য শিক্ষা।
৬। ই পি আই কার্যক্রম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস