Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আইহাই ইউনিয়নের ইতিহাস

 

আইহাই গ্রামটি জবই বিলের উত্তর পশ্চিম অংশে অবস্হিত বদ্বিষুত গ্রাম। ব্র্রিটিশ উপনিবেশ যুগের বহু পূর্বে হেইতে একটি প্রাচীন জনপদ। হিন্দু ও মুসলমান অধ্যষিত অতি প্রাচীন গ্রামটি সাহিত্য সংষ্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু হিসাবে চিহ্বিত। ব্র্রিটিশ যুগের জনগনের মুখে জানা যায়। আইহাই গ্রামে  শ্রীযুক্ত বাবু রামরঞ্জন রায়ের জমিদারী ছিল ও বাসস্হান ছিল আইহাই গ্রামে। বাবু  রামরঞ্জন রায়ের পরিচালনায় ততকালিন অন্ধকার যুগে আইহাই মাইনর স্কুল, থিয়েটার হল, শীব মন্দির, বারোয়ারী পুজা মন্দির রাসশীতা মন্দির খাদ্য গুদাম, চেরিটেবল ডিসপেনসারী,ডাকঘর ্ও নাট্য সংঘ্য গড়ে উঠেছিল। গ্রামের পূব প্রান্তে বিশাল খেলার মাঠ ্ও মাঠ সংলগ্ন হাজারী বাগান।

উল্লেখিত বৈশিষ্ঠ্যর কারনে গ্রামের নামানুসারে আই-হাই থেকে আইহাই। আইহাই গ্রামে বহু আগে বোড ছিল যাহা গ্রাম্য শালিশ হইত। সে নাম অনুসারে আইহাই ইউনিয়ন নামে পরিচিত। আজকের আইহাই ইউনিয়ন।