Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জবই বিল ও ব্রিজ
Location
নওগাঁ জেলার সাপাহার উপজেলার শিরন্টি ও আইহাই ইউনিয়নে অবস্থিত। এ বিলটির পূর্বপ্রান্ত শিরন্টি এবং পশ্চিম প্রান্ত আইহাই ইউনিয়নের অংশ।
Transportation
ঢাকা কল্যানপুর বাসষ্ট্যন্ট হতে সাপাহার উপজেলায় আসার জন্য হানিফ, বিআরটিসি, বরেন্দ্র এক্সপ্রেস, আল নাফি সহ অনেক বাস রয়েছে সাপাহারে এসে নেমে সাপাহার উপজেলা হতে আবার বাস বা অটোরিক্সায় চড়ে বিই ব্রিজ যাওয়া যায় । উপজেলা সদর হতে দূরত্ব মাত্র ১০ কিঃমিঃ।
Details

সাপাহার উপজেলার যে সকল স্থান পর্যটকদের মন আকৃষ্ট করে থাকে তাদের মধ্যে জবই বিল প্রথম শ্রেণীর । নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই ও শিরন্টি ইউনিয়নের মধ্য অবস্থিত। এ বিলটির কিছু অংশ  আইহাই ইউনিয়নের আর কিছু অংশ শিরন্টি ইউনিয়নের মধ্যে রয়েছে। এ বিলের রয়েছে ৩টি অংশ যথাঃ দামড়,মাহিল ও কালিন্দি। জবই নামক গ্রামকে কেন্দ্র করেই এ বিলের নাম রাখা হয়েছে জবই বিল । এ বিলে বিভিন্ন রকমের মাছ চাষ করা হয় । এ বিলটির উপর সেতু নির্মান হওয়ায় পাতাড়ী ও আইহাই ইউনিয়নের জনসাধারণ সহজেই উপজেলা সদরের সাথে যোগাযোগ করতে পারে। এ বিলকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বেশ কিছু জেলে পরিবার । এঅঞ্চলের মাছের চাহিদা অনেকটাই এ বিলের উপর নির্ভরশীল । এবিলটি অত্র অঞ্চলের সাধারণ মানুষের যেমন অভাব অনাটন মেটাতে সক্ষম হয়েছে তেমনী ভ্রমন প্রিয় মানুষের ভ্রমনের তৃষ্ণ মেটাতে সক্ষম হয়েছে। এখানে এসে বিলের বিভিন্ন ধরণের মাছ সংগ্রহ করা যায় তাছাড়া নৌকা ভ্রমন করার জন্য এটি একটি উপযুক্ত স্থান।  সাপাহার উপজেলা সদর হতে এ বিলটির দূরত্ব মাত্র ১০ কিঃ মিঃ।  জবই ব্রিজ: (মুল ব্রিজ) দৈর্ঘ ২০০ মিটার প্রস্ত ৫.৫  মিটার  কন্ট্রাক্ট মুল্য   ১,৫৮,০০০০০/- টাকা     কনক্ট্রাকশন বছর ১৯৯৯-২০০০     প্রজেক্টের নাম: RRIMP-2     কাজের নাম:  কনক্ট্রাকশন অফ ২০০ মিটার আর সিসি গাইডার ব্রিজ।     বাস্তবায়ন:    এলজিইডি অবস্থান:     ব্রিজের পশ্বিম প্রান্ত আইহাই ইউনিয়নে ও পূব প্রান্ত শিরন্টি ইউনিয়নের মধ্যে। ব্রিজ টি জবই বিলকে প্রায় সমভাগে বিভক্ত করেছে।